চাঁদপুরের কচুয়ায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, কচুয়া থানার পুলিশের একটি দল আজ বুধবার সকাল পৌনে ১০টার সময় কচুয়া থানাধীন ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর চেকপোস্ট ডিউটি করছিল।
এ সময় রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মোসা. লাকী (২০) ও জমিলা আক্তার (২৪) নামে দুই মাদক কারবারিকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।