জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ-১) এর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনসাসাতে দাতব্য কার্যক্রম পরিচালনা করেছে।
বিএএনএফপিইউ-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
গত ২৯ মে রোববার বিএএনএফপিইউ-১, রোটেশন-১৫ এর কমান্ডার নাজমুন নাহারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিনসাসার মাতিতি এলাকায় দাতব্য প্রতিষ্ঠান বুনা অরফাহিন্ট পরিদর্শন করে। তাঁরা সেখানে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তাঁরা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে কমান্ডার নাজমুন নাহার বলেন, শান্তি ও স্থিতিশীলতার মহান ব্রত নিয়ে বিএএনএফপিইউ-১ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে মোতায়েন করা হয়েছে এবং তারা সর্বাত্মক প্রচেষ্টায় এখানকার স্থানীয় জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গত ঈদুল ফিতর উপলক্ষে বিএএনএফপিইউ-১ শিশুদের জন্য দাতব্য কার্যক্রম পরিচালনা করেছিল।