পুলিশি হেফাজতে আসামি মো. ফারুকুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা, মারধর ও হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার সদর থানা এলাকা থেকে আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া গ্রামে।

জেলা পুলিশ জানায়, কক্সবাজার সদর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারী পর্যটকদের প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতন করে একদল যুবক। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।