কক্সবাজারে হাইওয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কক্সবাজারের উখিয়া খানা এলাকা থেকে ১৫ জুলাই (শনিবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. আয়নাল মিয়া (৪২) ও মো. আব্দুর রাজ্জাক (৫২)।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা রিজিওনের শাহপরী হাইওয়ে থানা-পুলিশের একটি দল ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে উখিয়া থানার কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কলাতলীর উঠনতি এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজারগামী একটি ট্রাকের চালকের আসন ও চালকের সহকারীর আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার ইয়াবাসহ আয়নাল ও আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।