কক্সবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৫১০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কক্সবাজার সদর থানা এলাকা থেকে ২২ জুন (বৃহস্পতিবার) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামির নাম নুরুল ইসলাম ওরফে নুরুল আলম (৩০)।
জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ২২ জুন কক্সবাজার সদর থানার কক্সবাজার পৌরসভা এলাকার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৫১০টি ইয়াবাসহ নুরুলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।