কক্সবাজারের উখিয়া থানা এলাকার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১৪ মার্চ) সকালে লাম্বাশিয়া ক্যাম্প পুলিশের সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন রাজিব বড়ুয়া (২৫) এবং রোহিঙ্গা নাজিম উল্লাহ।
এপিবিএন জানায়, তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।