কক্সবাজারের উখিয়ায় বালুরঘাট পুলিশ ক্যাম্পের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি গুলি, ১ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার সময় বালুর মাঠ পুলিশ ক্যাম্পের কমান্ডার এ,কে,এম, এমরানুল হক মারুফের নির্দেশনায় ক্যাম্পের অপারেশন অফিসার মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল সপ্তাহব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উখিয়া থানা এলাকায় অভিযান চালায়।
এ সময় তারা উখিয়া থানাধীন ৪ নং রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ইলিয়াস (৩৩) নামের এক রোহিঙ্গা যুবকের বসতঘর থেকে ১টি দেশে তৈরি ওয়ান শুটার গান, ১টি গুলি ও ৫ টি নীল রঙের জিপ ব্যাগে ১০০০ পিস ইয়াবা জব্দ করে। এরপর তারা ইলিয়াসকে ক্যাম্প পুলিশ হেফাজতে নিয়ে আসে।
উল্লেখ্য , ইলিয়াস ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে হত্যা, অপহরণ ও মাদক ব্যবসা পরিচালনা করতেন।
গ্রেপ্তারকৃতের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।