কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লাম্বাশিয়া ক্যাম্প এলাকায় অভিযান চালান এপিবিএনের সদস্যরা। তাঁরা সেখান থেকে রোহিঙ্গা মাদক কারবারি ফরিদ আলমকে ( ৪৪) ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।