কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা আজ রোববার ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার সাদেক। তিনি ইয়াবা ডন নামে খ্যাত।
আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এপিবিএন অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প: ১ ওয়েস্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, আনোয়ার সাদেক বর্ডার স্মাগলিং গ্রুপের কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি মিয়ানমারে মাদক পাচার করেন।
তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।