পরিবহন ধর্মঘটের কারণে কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. কামরুজ্জামান।
তিনি বলেন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সহায়তায় ৫০ জন পর্যটক নিয়ে শনিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে একটি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। চলমান পরিবহন ধর্মঘটের কারণে যারা কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারছেন না, তাদের সহায়তার জন্য পুলিশ এই কার্যক্রম পরিচালনা করছে।
এই সেবা নেওয়ার জন্য পর্যটকদের কক্সবাজার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।