ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ মে) ওয়ারী থানাধীন কাপ্তান বাজার এলাকা থেকে আসামি মো. নুর আলম ও মো. মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আলম, ৫ কেজি গাঁজাসহ মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।