বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার ওপেন হাউজ ডেতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।
প্রধান অতিথি হিসেবে শুক্রবার অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার।
ওই সময় শাহাবুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান ও থানাধীন স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে তাঁকে সম্মাননা প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।