সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৫ বস্তা ভারতীয় চিনি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সোমবার (২৪ জুন) ভোরের দিকে নগরীর শাহ পরান (রহ.) থানাধীন মুরাদপুর সেতু থেকে চিনিবাহী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
এসএমপি ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে পালিয়ে যান এক ব্যক্তি। পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ভারতীয় চিনি। এ ঘটনায় শাহ পরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।