পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (১৭ মে) বিকেলে নগরীর কোতোয়ালি থানাধীন তালতলা এলাকার নন্দিতা সিনেমা হলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন শাহিন আহমদ (৩২), জিল্লুর রহমান (৩৮), তামিম আহমদ (৩৪), সাজু আহমদ (৩৫), কামরুল ইসলাম (৩৭), দুলাল মিয়া (৩৪), আলাউদ্দিন (৪০), রুবেল হোসেন (২৬) ও বদরুল ইসলাম (৫০)।

এসএমপি ডিবি জানায়, কোতোয়ালি থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।