জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৬ এপ্রিল) নগরীর এয়ারপোর্ট থানাধীন কলবাখানী আবাসিক এলাকা-সংলগ্ন একটি রিকশার গ্যারেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সাইফুল ইসলাম (২৮), মো. জালাল হোসেন (৪৪), লালন মিয়া (৩৫), নুরুল ইসলাম (৩৫), সুমন ঠাকুর (২৩), মো. আনা মিয়া (৪৯) ও সুজন আহমদ (২৯)।
এসএমপি ডিবি জানায়, আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।