পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জামসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা নয়াবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. জুবেল (২৮), মো. জুনেদ (২৪), মো. মোখলেছ মিয়া (৩৭), রাজ্জাক হোসেন (৩৭), শরীফ আহমেদ (১৯), মো. কামরুল হাসান (৩২) ও মো. হোসেন মিয়া (৩৬)।

এসএমপি ডিবি জানায়, এয়ারপোর্ট থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।