পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা চিনিবাহী ট্রাক। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৯৪০ বস্তা ভারতীয় চিনি, তিনটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে নগরীর মোগলাবাজার থানাধীন চার মাইল কুচাই এলাকার পাক পাঞ্জাতন মার্কেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকার মোহাম্মদ মেজর (২৭) এবং ঝিনাইদহ সদর থানা এলাকার মোহাম্মদ ইয়াসিন (২০)।

এসএমপি ডিবি জানায়, জব্দ করা চিনির আনুমানিক দাম ৫৬ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।