সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফের উদ্যোগে জেলার মোগলাবাজার থানা এলাকায় ত্রাণসামগ্রী ও গোখাদ্য বিতরণ করেছেন পুলিশ সদস্যরা।
মোগলাবাজার থানা এলাকায় প্রতিটি ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ বর্তমানে বন্যাকবলিত। এখনো বন্যার্ত অনেক লোক তাদের বাড়িঘরে থাকতে পারছে না। তাদের অনেকেই থানা এলাকার বিভিন্ন উঁচু স্থানে, অন্যের বাড়িতে এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে গবাদিপশুসহ মানবেতর অবস্থায় রয়েছে।
অনেক পরিবারের বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে পানি কমলেও তারা বাড়িতে থাকতে পারছে না। মোগলাবাজার থানা এলাকার বন্যাকবলিত মানুষের পাশে থাকার এবং মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে এসএমপি কমিশনার নিশারুল আরিফের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে খাদ্যসামগ্রী ও গোখাদ্য বিতরণ করা হয়।
আজ ওই থানা এলাকার দাউদপুর ইউনিয়নের পানিগাঁও, মোগলাবাজার ইউনিয়নের কান্দিগ্রাম, শাহাদৎপুর, ধোপাকান্দি, ছিচড়াকান্দি, জালালপুর ইউনিয়নের মৌজপুর, করিমপুরসহ বিভিন্ন এলাকায় এসব সামগ্রী দেওয়া হয়।