সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার অভিযানে ২২০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট খেয়াঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার আহমদ আলী (৫০) ও ফেঞ্চুগঞ্জ থানা এলাকার মো. আনোয়ার হোসেন (৩০) এবং নেত্রকোনা সদরের মো. শফিকুল (২২)।
মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) চন্দ্রশেখর বড়ুয়া জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।