সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস পয়েন্ট-সংলগ্ন কোম্পানীগঞ্জ-সিলেট সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. মোশাহিদের (২৩) বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকায়।
এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আসলম আহমদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।