গ্রেপ্তার মাদক কারবারি। ছবি : এসএমপি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে শনিবার (২৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবুল হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ও সোবহানীঘাটগামী রাস্তা ও রংমহল টাওয়ার-সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে মো. আমির আলী (৩০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের ওসমানীনগর থানার গোয়ালাবাজার এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, জব্দ করা ইয়াবা বড়িগুলো সিলেটের কাষ্টঘর এলাকা থেকে এনে শহরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার মাদক কারবারির নামে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে