সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখা আয়োজিত কনস্টেবল ও নায়েকদের এক সপ্তাহের দক্ষতা উন্নয়ন কোর্সের অষ্টম ব্যাচের সমাপনী হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কোর্সের সমাপনী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমপির উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন এবং এসএমপি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার অন্যান্য পুলিশ সদস্যরা।