অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার মো. মতিয়ার রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. মতিয়ার রহমানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) এসএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম।

এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শাহরিয়ার আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।