কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
রোববার (২৪ এপ্রিল) সকালে রোহিঙ্গা ক্যাম্পের এ/১ ব্লক থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জাহিদ হোসেন ও বদি আলম। তাঁরা কথিত ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য।
১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।