কক্সবাজারে এপিবিএনের হাতে এমফিটামিনসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস এমফিটামিনসহ ১ জন এফডিএমএন সদস্যকে গ্রেপ্তার করেছেন।

আজ ভোর ৫ টায় পুলিশ ইন্সপেক্টর মো. মাহবুব আলমের নেতৃত্বে এসআই মো. কামরুল আলম, এসআই সঞ্জয় দত্ত এবং সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৩, ডি/১ ব্লকে আসামি মোহাম্মদ ইসলামের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় সময় তাঁর হেফাজত থেকে ১০ হাজার পিস এমফিটামিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা ।

পরে মোহাম্মদ ইসলামকে (৩২) আটক করা হয়।জব্দ করা আলামতসহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে তাঁকে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ‌উখিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।