কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে একটি কিরিচ, চারটি চাপাতি ও ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
বুধবার (২০ জুলাই) ভোরে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. ছাদেক (২৪), জোবায়ের (২২), মো. আমিন (৩৮), মো. আকাশ (১৮) ও আব্দুল আমিন (২২)।
এপিবিএন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।