পটুয়াখালী পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লোহালিয়া নদীর পটুয়াখালী ব্রিজে অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ব্রিজের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে লিজা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছের আনুমানিক দাম ৩৬ হাজার টাকা। পরে এসব জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।