পুলিশি হেফাজতে ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের পাঁচ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও ফরিদপুর জেলা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন চক্রের হোতা সাকিল মাতুব্বর ওরফে শাকিব (২৭), মো. শাওন শেখ (২০), রাকিব কবিরাজ (২৫), শরিফুল মৃধা (৩৭) ও মো. জাকির হোসেন তালুকদার (৩৮)।

অ্যান্টি টেররিজম ইউনিট জানায়, বিভিন্ন ওয়েবসাইট থেকে বৃত্তি ও অনুদান পাওয়া ব্যক্তিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নিয়েছে একটি চক্র। অভিনব এই প্রতারণার জন্য তারা কিউপে বাংলাদেশ নামের অ্যাপ, বিকাশ, নগদ ও অনলাইন ব্যাংকিং সার্ভিস ব্যবহার করেছে। এসব তথ্য পর্যালোচনা করে সোমবার ঘটনাস্থলে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রতারণার কৌশল সম্পর্কে এটিইউ জানায়, চক্রটি প্রথমে বিভিন্ন সরকারি ভাতা, অনুদান ও বৃত্তি পাওয়া ব্যক্তিদের তথ্য ও ফোন নম্বর সংগ্রহ করত। এরপর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোনে যোগাযোগ করে বিশ্বাসযোগ্যতা অর্জন করত। দ্রুত টাকা পাঠানোর কথা বলে ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর ও ওটিপি হাতিয়ে নিত। একপর্যায়ে কার্ড থেকে কিউপে অ্যাপের মাধ্যমে অন্য ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ ও নগদের মাধ্যমে টাকা ট্রান্সফার করে নিত।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে