বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। রাজধানীর মিরপুর থানার সনি সিনেমা হলের বিপরীত পাশ থেকে ২০ এপ্রিল (বুধবার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জঙ্গি সদস্যের নাম বুলবুল আহমেদ ওরফে মনির (২২)। তাঁর কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের বিপরীত দিক থেকে বুলবুলকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি নাটোরে।
গ্রেপ্তার বুলবুল সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম পর্বের ছাত্র। তিনি নিজের ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যমে ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করতেন। অনলাইনে সহযোগীদের সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে জিহাদের আর্মড কমব্যাট প্রশিক্ষণের ভিডিও ও জিহাদের ময়দানে শরিক হতে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করে আসছিলেন বুলবুল। তিনি বাংলাদেশ সরকারবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চার এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিলেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনে বাংলাদেশ সরকারবিরোধী ষড়যন্ত্রসংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা রয়েছে।
গ্রেপ্তার বুলবুলের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।