চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে এক হাজার ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নগরীর বাকলিয়া থানাধীন খোকনের কলোনির গলির মুখে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. ইউসুফকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।