লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করলেন ওপেনার লিটন দাস। খবর বাসসের।

শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৯ বলে ৬টি চারে ৩২ রান করেন লিটন। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ হয় তাঁর।

হারারেতে প্রথম টি-টোয়েন্টির আগে এক হাজার রান করতে ২০ রান দরকার ছিল লিটনের। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে টি-টোয়েন্টিতে এক হাজারি ক্লাবে প্রবেশ করেন লিটন।

লিটনের আগে এই তালিকায় বাংলাদেশের পক্ষে নাম লিখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।