পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকার দোহার থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (১ এপ্রিল) দোহার থানা এলাকা থেকে আসামি মো. রাসেল শেখ ওরফে সোহেল শেখকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি দোহার থানা এলাকায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গত শনিবার একটি মোটরসাইকেল চুরির সূত্র ধরে আসামি রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন দুর্গম চর এলাকা থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উদ্ধার করা তিনটি মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. আশরাফুল আলম জানান, দীর্ঘ দিন ধরে দোহার, নবাবগঞ্জ, ঢাকাসহ আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করত চক্রটি। একটি মোটরসাইকেল চুরি করতে সময় নিত মাত্র এক মিনিট। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।