বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৯ উইকেট নিয়ে আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের বাম হাতি স্পিনার তাইজুল ইসলামের।

৬৩৬ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠেছেন তাইজুল। খবর বাসসের।

গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরুষ র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক আপডেট প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ডারবানে প্রথম টেস্টে না হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সুযোগ পান বাংলাদেশের তাইজুল।

পোর্ট এলিজাবেথে খেলতে নেমেই বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৬৫ ওভারে ২০২ রানের বিনিময়ে ৯ উইকেট নেন তাইজুল। প্রথম ইনিংসে ১৩৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৩ উইকেট নেন তিনি।

বাংলাদেশি বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন তাইজুল। এরপরই আছেন সাকিব আল হাসান। ৫৬২ রেটিং নিয়ে ৩০তম স্থানে আছেন তিনি।