সিলেটের গোয়াইনঘাট থানা-পুলিশের অভিযানে দস্যুতাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাসেল আহমদকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে গোয়াইনঘাট থানা-পুলিশের একটি আভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর রাসেলের বসতঘর থেকে কাঠের বাঁটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা ও একটি কাঠের বাঁটযুক্ত লোহার তৈরি ধারালো খাসিয়া দা উদ্ধার করা হয়।
আসামি রাসেলকে আদালতে পাঠানো হয়েছে।