পুরোনো ছবি

দেশের বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খবর সমকালের।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার পরই ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। আশা করছি, রাত ৯টার মধ্যে তারা মোবাইলেও খুদে বার্তা পেয়ে যাবে। যার কলেজে সুযোগ হয়নি, সে-ও এ তথ্য মোবাইলে পাবে।

যেসব আবেদনকারী কাঙ্ক্ষিত কলেজ পায়নি, তাদের কী হবে এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক বলেন, প্রথম পর্যায়ে যারা কলেজ পায়নি, তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ আছে। এবার আমরা দেখেছি অনেক আবেদনকারী শুধু পাঁচটি কলেজ চয়েজ দিয়েছে। দেখা গেছে আবেদনকারীর স্কোর, অর্ডার অব চয়েজ ও তার র‌্যাংকিং আসেনি। এসব শিক্ষার্থীকে পুনরায় আবেদন করতে হবে।

একাদশ শ্রেণির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রোববার (৩০ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীকালে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না, অর্থাৎ কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্নের নির্দেশনাও দেওয়া হয়েছে।