চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একই রেজিস্ট্রেশনের দুই অটো টেম্পোসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।
সিএমপি ডিবি দক্ষিণের একটি দল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথাগামী রাস্তায় অভিযান চালিয়ে টেম্পো দুটি আটক করে।
ওই সময় অটো টেম্পোর চালক মো. শরীফ ও মো. রাকিব খানকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে ওই দুজন অটো টেম্পো দুটির প্রয়োজনীয় নথি প্রদর্শনে ব্যর্থ হন।