বাংলাদেশ পুলিশের স্বনামধন্য প্রতিষ্ঠান শহীদ পুলিশ স্মৃতি কলেজ উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় অংশ নেওয়া এই কলেজের ৯৯ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ ফেব্রুয়ারি (রোববার) ২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। এর আগে, পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ও প্রতিবেদন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে সংশ্লিষ্ট ১১টি বোর্ডের চেয়ারম্যানরা হস্তান্তর করেন। মাননীয় প্রধানমন্ত্রী বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স পরিচালিত ঢাকার মিরপুরে অবস্থিত শহীদ পুলিশ স্মৃতি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জানান, এবার এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে অংশ নিয়েছিলেন ৯৫৪ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৯৯ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৭৩ জন শিক্ষার্থী।