কেএমপি কমিশনার মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম মঙ্গলবার ভোটকেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্বরত একজনের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি: বাংলাদেশ পুলিশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।

বেলা পৌনে ১২টার দিকে তিনি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে যান।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে কমিশনার খুলনার জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সব নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন তিনি।

ওই সময় কেএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছাম্মৎ তাসলিমা খাতুন, উপকমিশনার (উত্তর) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর) সোনালী সেন, পিপিএম-সেবা; সহকারী কমিশনার (দৌলতপুর জোন) আবুল বাশারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।