রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার সদস্যরা।

উত্তরা পূর্ব থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গত ১৯ আগস্ট গাজীপুরের গাছা থানা এলাকা থেকে আসামি মনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২২ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ১৯ হাজার টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা।

তিনি জানান, গত ২৯ জুলাই ওই বাসার আলমারির তালা ভেঙ্গে স্বর্ণালংকার, টাকা ও ডলার চুরি করে পালিয়ে যান মনি। এ ঘটনায় ভুক্তভোগী সালমা খানম মামলা করেন। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, আসামি মনিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।