রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের ভায়াডাক্ট ছিটকে প্রাইভেট কারে পড়ে চারজন নিহত হয়েছে।
জসীম উদ্দীন মোড়ে প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খবর নিউজবাংলার।
নিহত চারজনের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। গাড়িটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে।
উত্তরা পশ্চিম থানার পরির্দ্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী জানান, তারা ঘটনাস্থলে গেছেন। গাড়ি থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও কেউ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।