ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট ও দুটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা; ১০০ ডলারের ৬৫টি নোট, ২০ ডলারের চারটি নোট, ৫ ডলারের একটি নোট ও ১ ডলারের একটি নোট; ১০০০ থাইবাথের ৪১টি নোট, ১০০ থাইবাথের ১১টি নোট, ৫০০ থাইবাথের দুটি নোট, ২০ থাইবাথের ২৮টি নোট ও ৫০ থাইবাথের তিনটি নোট; ৫০০ দেরহামের ২০টি নোট, ১০০ দেরহামের একটি নোট, ২০ দেরহামের একটি নোট, ১০ দেরহামের তিনটি নোট ও ৫ দেরহামের দুটি নোট; ১০০ কানাডিয়ান ডলারের পাঁচটি নোট; ১০ সিঙ্গাপুরিয়ান ডলারের দুটি নোট ও ২ সিঙ্গপুরিয়ান ডলারের একটি নোট; ১০০ রিয়ালের একটি নোট, ৫০ রিয়ালের দুটি নোট, ১০ রিয়ালের দুটি নোট, ৫ রিয়ালের তিনটি নোট ও ১ রিয়ালের একটি নোট; ২ হাজার রুপির একটি নোট, ৫০০ রুপির ৬০টি নোট, ২০০ রুপির একটি নোট, ১০০ রুপির পাঁচটি নোট, ৫০ রুপির পাঁচটি নোট, ২০ রুপির চারটি নোট ও ১০ রুপির ছয়টি নোট; তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং একটি টয়োটা ল্যান্ড ক্রুজার ও একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর ছেলে আবির হাসান তামিম এবং গ্রেপ্তার আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করেছেন। যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, সেটি সাবেক এমপি হাবিবের ছেলে আবিরের শ্বশুরবাড়ি বলে জানা গেছে। জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি এমপি হাবিবের বলে জানিয়েছেন গ্রেপ্তার আসামিরা।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।