ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
ডিএমপি জানায়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তেরমুখ ঘাট পুলিশ চেকপোস্টের সামনে থেকে আসামি মো. মারুফকে গ্রেপ্তার করা হয়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ জানান, তেরমুখ ঘাট পুলিশ চেকপোস্টের সামনে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দেয়। এ সময় পালানোর চেষ্টাকালে ১০ কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।