ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার অভিযানে তিনটি চোরাই অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়া এলাকা থেকে আসামি মো. আব্দুল জলিল (৪০) ও হালিম ফকিরকে (২৪) গ্রেপ্তার করা হয়।
উত্তরখান থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী রিকশাচালক মো. আব্দুল জলিল গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উত্তরখানের বড়বাগ ট্রান্সমিটার মোড়ের পূর্ব পাশের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে অটোরিকশা ফেরত দেওয়ার কথা থাকলে জলিল তা করেনি। এ ঘটনায় গত শুক্রবার (২৭ ডিসেম্বর) অটোরিকশার মালিক মো. আছলাম হোসেন জনি মামলা করেন।
তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়ার আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে চোরাই অটোরিকশা কেনা হালিম ফকিরকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরখান থানা-পুলিশ।