কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি ব্লকের ২৫ নম্বর শেডের ৪ নম্বর কক্ষ থেকে শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম আফসারা বেগম (২৯)। তাঁর কাছে চারটি বায়ুরোধী জিপার প্যাকেটে ২০০ করে ৮০০টি ইয়াবা পাওয়া যায়।
আফসারার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।