কক্সবাজারের উখিয়া থানাধীন একটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৭ আগস্ট) উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৩ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মহিবুল্লাহ (২৬) ওই রোহিঙ্গা ক্যাম্পের ডি/৩ ব্লকের বাসিন্দা।
এপিবিএন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।