কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। উখিয়ার কুতুপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শিবিরে ৩০ মার্চ (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে ওই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম সামসু আলম (৩৮)। তাঁর কাছ থেকে ৫২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
এপিবিএন জানায়, ১৪ এপিবিএনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সামসুকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।