কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে মাদকসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন এক নারী। আর ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুজন হলেন জন্নত আরা (২৮) ও আব্দুর শুক্কুর (৩২)। দুজনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএনের কুতুপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা ৪ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ জন্নতকে গ্রেপ্তার করে। এর পরপরই ২০০টি ইয়াবা বড়িসহ আব্দুর শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।