কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ হাজার ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে
এফডিএমএন ক্যাম্প-১৯-এর আওতাধীন বি/১২ ব্লক থেকে আসামি আব্দু সালামকে (৫০) গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।