কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএন বিশেষ অভিযান পরিচালনাকালে দুটি গুলিভর্তি ম্যাগাজিন, একটি পিস্তলসহ একজনকে গ্ৰেপ্তার করেছে।
শুক্রবার বেলা আড়াইটার দিকে এফডিএমএন ক্যাম্প-০৫ এর মেইন ব্লক-সি, সাব ব্লক-সি/২ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার সুব্রত কুমার সাহার নেতৃত্বে এসআই মো. আসাদুজ্জামান ও এসআই জাহিদুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প-৫ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ একজনকে গ্ৰেপ্তার করেন। তাঁকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। ওই ব্যক্তির নাম খলিল আহম্মদ (২৮)। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।