কক্সবাজারের উখিয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুটি পিস্তলের গুলি, দুটি রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফলিয়াপাড়া থেকে বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে মো. সলিম (১৯) ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেপ্তার করা হয়।
দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।